Graphics Design শিখতে হলে কি কি শিখতে হবে

আপনার অজানা সকল তথ্য।

Graphics Design শিখতে হলে কি কি শিখতে হবে

গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হলে আপনাকে কয়েকটি সফটওয়্যার এর কাজ ভালভাবে শিখতে হবে। গ্রাফিক্স ডিজাইন এর সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে অন্যতম সফটওয়্যার হলোঃ

#Adobe Illustrator

#Adobe Photoshop

# Logo Maker ইত্যাদি

এ সমস্ত সফটওয়্যার এর পূর্নাঙ্গ টিউটোরিয়াল আপনি ইউটিউবে খুজলেই পেয়ে যাবেন। এবং সেখান থেকে নিশ্চিন্তে কাজ শিখে নেবেন।

 

Graphics Design শিখে কোথায় কাজ করবো

যারা বর্তমানে ভালোমানুষ গ্রাফিক্স ডিজাইনার তাদের কাজের কোন অভাব নেই। আপনি যদি একটি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট এর ডিজাইন করানোর জন্য আপনাকে পার্মানেন্টলি চাকরি দিয়ে দেবে।

 

অথবা আপনি তাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে তাহলে ঘরে বসে অনলাইনে থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি নিচে কয়েকটি মার্কেটপ্লেসের ঠিকানা দিয়ে দিচ্ছি যেখানে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ফ্রিল্যান্সাররা ঘরে বসে ইনকাম করছে।

 

Graphics Design শিখে কাজ করার কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেস

upwork.com

গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে অনলাইনে আয় করার একটি জনপ্রিয় মার্কেটপ্লেস হল UpWork. এখানে লক্ষ লক্ষ কাজ রয়েছে যেখানে একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার কাজ করে ইনকাম করছে। আপনি যদি গ্রাফিক্সের কাজ শিখতে পারেন তাহলে এখানে থেকেও আপনি ভালো পরিমানে আয় করতে পারবেন। এবং কয়েকটি বাজার পেয়ে গেলে আপনার আর কাজের অভাব হবে না।

 

 

freelancer.com

গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে আয় করার জনপ্রিয় আরেকটি মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার। যারা অনলাইনে আয় করার খুঁটিনাটি বিষয়গুলো খুঁজেন, ফ্রিল্যান্সার শব্দটি তাদের অজানা নয়। আপনি freelancer.com এ অ্যাকাউন্ট করে খুব ভালো পরিমানে আয় করতে পারবেন।

 

 

99designs.com

গ্রাফিক্স ডিজাইনের জন্য এটি একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। আপনি এখানে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

 

Fiverr

আপনি যদি অনলাইনে ঘাটাঘাটি করে থাকেন তাহলে ফাইবার নামটি আপনার অজানা নয়। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখে তাহলে আপনি অনেক কাজ পাবেন যেগুলো ঘরে বসেই করতে পারবেন এবং ঘরে বসে পেমেন্ট আনতে পারবেন।

 

 

এছাড়াও আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে বেশ কিছু পদে চাকরি করতে পারবেন সেগুলো হলোঃ

Logo designer হিসেবে।

Web designer হিসেবে।

Brand identity designer.

বিভিন্ন advertisement company তে।

Magazine এবং news paper কোম্পানির থেকে।

Digital marketing agency তে।

Animation designer.

Media publishing কোম্পানি।

Application and game development কোম্পানি।

সবশেষে

যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে সেয়ার করবেন। আর কোন কিছু জানতে চাইলে কমেন্ট করুন।

 

শেয়ার করুন 👇🏼👇🏼

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.