আইফোন ও আইপ্যাডের মেমোরি ফুল? সমাধান এখানে

আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগের জিনিস হলো স্টোরেজের জায়গা। আইফোন বা আইপ্যাড ব্যবহার যারা করে থাকেন তারা তাদের স্টোরেজ এর জায়গা নিয়ে অনেক চিন্তিত থাকেন। আইফোন বা আইপ্যাড তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস/আইপ্যাডওএস দ্বারা পরিচালিত হয়। অপারেটিং সিস্টেমের জগতে অ্যাপলের ওএস অন্যান্য সবার সাথে হাড্ডা হাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। 

অ্যাপল সাধারণত তাদের নিজেদের তৈরি করা অ্যাপ ব্যবহার করে থাকে। আইফোনের এসকল অ্যাপ এন্ড্রয়েডের অ্যাপ গুলোর তুলনায় সাইজে অনেক বেশি বড় হয়ে থাকে। এ কারনেই আইফোনে বেশি স্টোরেজ প্রয়োজন। এছাড়া আইফোনের মিডিয়ার জন্য ও ইদানীং পূর্বের তুলনায় বেশি স্টোরেজের জায়গার প্রয়োজন হয়। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা আইফোন বা আইপ্যাডে স্টোরেজের জায়গার সমস্যা এবং তার সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

আইফোন বা আইপ্যাডে স্টোরেজ কিভাবে চেক করবো?

আপনার আইফোন কিংবা আইপ্যাড কতটুকু স্টোরেজের জায়গা ব্যবহার করছে আপনি খুব সহজেই সেটি জানতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে আপনার আইফোন বা আইপ্যাড থেকে সেটিংস অ্যাপে যেতে হবে। সেটিংস এ থাকা জেনারেল সেকশনে ঢুকে আইফোন স্টোরেজ বা আইপ্যাড স্টোরেজ সিলেক্ট করুন। তখন আপনি আপনার আইফোন কিংবা আইপ্যাড ডিভাইসের কতটুকু স্টোরেজের জায়গা ব্যবহার করছেন সে সম্পর্কে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন।

আপনি সেই পেজে যাওয়ার পরে স্ক্রিনের একদম উপরের দিকে একটি কালার কোডেড বার দেখতে পাবেন। সেই কালার কোডেড বারের মাধ্যমেই আপনার আইফোন বা আইপ্যাডে কোন জিনিস কত টুকু জায়গা ব্যবহার করছে সে ব্যাপারে জানতে পারবেন। আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে সেখানে অ্যাপ গুলো কতটুকু স্টোরেজ এর জায়গা ব্যবহার করছে সে বিষয়ে একটি লিস্ট পেয়ে যাবেন। এই লিস্ট থেকে একটি অ্যাপ সিলেক্ট করে আপনি প্রতিটি অ্যাপের আলাদা আলাদা ব্যবহার করা স্টোরেজ এর জায়গার হিসাব পেয়ে যাবেন। এখানে অ্যাপের সাইজ থেকে শুরু করে এর সাথে যে সকল ডকুমেন্ট কিংবা ডাটা সংযুক্ত আছে তার হিসাব পেয়ে যাবেন। আপনি এভাবে খুব সহজ উপায়ে আপনার আইফোন বা আইপ্যাডে কত টুকু স্টোরেজের জায়গা ব্যবহার হচ্ছে সে সম্পর্কে জানতে পারবেন।

আইফোন বা আইপ্যাডের স্টোরেজের সিস্টেম ডাটা কি?

আপনাদের আইফোন বা আইপ্যাডের স্টোরেজ দেখার সময় হয়তো সিস্টেম ডাটা লেবেল যুক্ত একটি কালার বার দেখতে পারবেন। সিস্টেম ডাটা মূলত এক গুচ্ছ এলোমেলো জিনিসকে এক জায়গায় রাখার একটি ব্যবস্থা। সিস্টেম ও অ্যাপ ক্যাশ, সিরি ভয়েস, ভয়েস মেমো, পছন্দনীয় সেটিংস এবং এরকম আরো নানা জিনিস সিস্টেম ডেটা বিভাগের মধ্যে রাখা হয়ে থাকে। সংক্ষেপে বলতে গেলে সিস্টেম ডাটা আপনার বাসা বাড়ির জাংক ড্রয়ারের মতো কেননা এগুলো ভিন্ন কোনো বিভাগের সাথে সুন্দর ভাবে ফিট করা সম্ভব হয়ে উঠবে না। তবে সিস্টেম ডেটা ক্যাটাগরিকে সম্পূর্ণ রূপে সাফ করা বা মুছে ফেলার সরাসরি কোনো উপায় বা পন্থা নেই।

 

 

 

 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.