আজকের পোস্টে আমরা বাংলাদেশে iqoo z7 pro এর দাম এবং সম্পূর্ণ রিভিউ নিয়ে আলোচনা করবো। iQOO জনপ্রিয় চাইনিজ মোবাইল নির্মাতা কোম্পানি ভিভো এর শাখা কোম্পানি হিসেবে ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। ইতোমধ্যে তাদের বেশ কিছু মডেল বের হয়েছে এবং সেগুলো ব্যবহারকারীদের মাঝে যথেষ্ট সাড়া ফেলেছে। iqoo z7 pro 5g কোম্পানিটির সাম্প্রতিক সময়ে বের করা একটি মোবাইল। আজকে আমরা iqoo z7 pro 5g price এবং এই মোবাইল সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করবো। তো দেরী না করে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করি।
iqoo z7 pro সম্পূর্ণ স্পেসিফিকেশন
রিলিজ ডেট - ৫ সেপ্টেম্বর ২০২৩
কালার - ব্লু লাগুন এবং গ্রাফাইট এই দুইটা কালার ভেরিয়েন্টে মোবাইলটি পাওয়া যাবে।
নেটওয়ার্ক - 2G, 3G, 4G এবং 5G ইন্টারনেট সংযোগ মোবাইলটিতে সাপোর্ট করবে।
সিম - ডুয়াল-ন্যানো সিম
ম্যাটেরিয়াল - মোবাইলটিতে প্লাস্টিক ফ্রেম, সম্মুখভাগে প্রোটেকশন যুক্ত গ্লাস এবং পিছনে গ্লাস ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে - iqoo z7 pro 5g মোবাইলটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি। ডিসপ্লের রেজুলেশন এবং রিফ্রেশ রেট যথাক্রমে ১০৮০ × ২৪০০ এবং 120Hz. এছাড়া প্রোটেকশন হিসেবে ড্রাগনট্রেইল গ্লাস ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ১৩০০ নিটস ব্রাইটনেস ব্যবহার করা যাবে।
চিপসেট - মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
সিপিইউ - অক্টা কোর
জিপিইউ - মালি-জি৬১০ এমসি৪
ওএস - অ্যান্ড্রয়েড ১৩ এবং ভিভোর ফানটাচ ১৩
র্যাম - ৮ জিবি
ফোন স্টোরেজ - ১২৮ অথবা ২৫৬ জিবি। দামের উপর নির্ভর করবে। দুর্ভাগ্যবশত কোন মেমরি স্লট নেই।
মুল ক্যামেরা - ৬৪ এবং ২ মেগাপিক্সেলের মোট ২ টি ক্যমেরা থাকছে। প্রয়োজনীয় সকল ফিচার ক্যামেরাতে পেয়ে যাবেন। সর্বোচ্চ 4K এবং ৩০ ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করতে পারবেন।
সেলফি ক্যামেরা - ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা মোবাইলটিতে থাকছে। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ১০৮০ পিক্সেল এবং ৩০ ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করতে পারবেন।
ব্যাটারি - ৪৬০০ মেগাহার্টজের একটি নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি মোবাইলটিতে সংযুক্ত আছে। এছাড়া ৬৬ ওয়াট ফার্স্ট চার্জিং টেকনোলজি মোবাইলটিতে সংযুক্ত আছে। বিজ্ঞাপন অনুযায়ী ২২ মিনিটে অর্ধেক চার্জ সম্পূর্ণ হয়ে যাবে।
ফিচার - ফিঙ্গারপ্রিন্ট ( ইন ডিসপ্লে ), ফেস আনলোক, জাইরো ইত্যাদি সেন্সর সহ প্রয়োজনীয় সকল ফিচার মোবাইলটিতে পেয়ে যাবেন।
iqoo z7 pro 5g review
iqoo থেকে রিলিজ প্রাপ্ত ফোন গুলো বর্তমানে অনেক সাড়া ফেলেছে। iqoo z7 pro 5g মোবাইলটিও ব্যতিক্রম নয়। বেশীরভাগ টেক ইউটিউবারদের কাছ থেকে এই মোবাইলটির পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে। আর পাওয়া যাবেই বা না কেনো।
মিড বাজেটের মধ্যে এই মোবাইলটিতে প্রয়োজনীয় ফিচার সহ কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে যা এই মোবাইলটিকে স্পেশাল করে তুলেছে। iqoo z7 pro 5g মোবাইলটির ডিসপ্লেতে প্রচুর কাজ করা হয়েছে। ডিসপ্লেতে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যেগুলো হাই বাজেটের এমনকি ফ্লাগশিপ মোবাইল গুলোতেও পাওয়া যায় না।
ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকাই অনেক স্মুথ পারফরম্যান্স পাবেন। এছাড়া অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকার কারণে ভিডিও দেখে এবং গেম খেলে অনেক মজা পাবেন। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ যা একটি ব্যালেন্সড প্রসেসর।
প্রসেসরটি গেমিং এর জন্য তৈরী না হলেও মোবাইলের জন্য তৈরী হাই গ্রাফিক্স গেম গুলো খেলতে পারবেন। এছাড়া অনায়াসে মাল্টিটাস্কিং করতে পারবেন। ক্যামেরার দিক থেকে মোবাইলটি অনেক এগিয়ে।
ক্যামেরায় প্রয়োজনীয় সকল ফিচার আছে। এছাড়া 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ৪৬০০ মেগাহার্টজের ব্যাটারি দিয়ে অনায়াসে অনেকক্ষণ যাবৎ মোবাইলটি চালানো যাবে।
মোবাইলটির ডিজাইনও অনেক সুন্দর এবং ইউনিক। অতএব সবদিক বিবেচনা করে বলা যায় মিড বাজেট হিসেবে এই মোবাইলটি থেকে অনেক ভালো সার্ভিস পাওয়া যাবে।
আইকো জেড৭ প্রো দাম কত বাংলাদেশে | iqoo z7 pro price in Bangladesh
iqoo z7 pro 5g মোবাইলটির ৮/১২৮ ভেরিয়েন্টের অফিসিয়াল ভার্সনের বাংলাদেশে বর্তমান বাজারমূল্য ৩৫,০০০ টাকা। এবং আনঅফিসিয়াল ভার্সনের বর্তমান বাজারমূল্য ৩৩,৫০০ টাকা।
You must be logged in to post a comment.