ওয়াপমেট.কম এ কোনো আর্টিকেল পাবলিশ করতে হলে নিচের টুলস বা এপসগুলো ব্যাবহার করার প্রয়োজন হবে।
- কিওয়ার্ড বাছাই:- গুগল থেকে ফ্রিতে ভিজিটর পেতে হলে / এস ই ও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হলে আপনাকে Google Keyword Planer ব্যবহার করতে হবে। Google Keyword Planer টুলের জন্য এখানে ক্লিক করুন।
- কপিরাইট চেক:- আপনার লেখা আর্টিকেলের হুবুহু অন্য কোনো রাইটার তার ওয়েবসাইটে পাবলিশ করেছে কি না সেটা চেক করতে এখানে ক্লিক করুন।
- ওয়ার্ড চেক:- টোটাল কত ওয়ার্ড লিখলেন সেটা গুনতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই আমাদের Word Counter টুল থেকে চেক করে নিতে পারেন।
- কপিরাইট মুক্ত ছবি:- অন্য কারো ওয়েবসাইট থেকে ছবি এনে নিজের সাইটে পাবলিশ করা দন্ডনীয় অপরাধ। তাই অন্য কারো সাইট থেকে ছবি কপি না করে অনলাইনে অনেক ফ্রি ছবি শেয়ারিং সাইট আছে যেখান থেকে ছবি এনে এখানে আপলোড করলে কোনো সমস্যা হবে না। কিছু ফ্রি ছবি শেয়ারিং সাইট:- ১) Pexels ২) Pixabay ৩) Free Images ৪) Unsplash ৫) Burst Shopify
- ছবি এডিট:- ছবি ডাউনলোড দেওয়ার পর সেটা এডিট করতে হলে Canva অথবা Pixlr সাইট ব্যাবহার করতে পারেন। অথবা এই এপগুলো ব্যাবহার করতে পারেন। এপস:- PixelLab, Lumi ও Picsart । এছাড়া আরও অনেক এপ আছে।
- ছবি অপটিমাইজ:- ওয়াপমেট-এ আপনি যে ছবি আপলোড করবেন সেই ছবির সাইজ 200 kb এর ভিতর হতে হবে। তাই ছবির ফাইল সাইজ কমানোর জন্য এখানে ক্লিক করুন।