ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম এ আপনাকে স্বাগতম!
আপনি চাইলে ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এ লিখে আনলিমিটেড ইনকাম করতে পারবেন।
আপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে হ্যাঁ ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে আপনাকে অবশ্যই ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে।
কিভাবে ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এ রাইটার হবেন?
আপনি যদি ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আয় করতে চান তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এর এর একজন মেম্বার হতে পারবেন।
- প্রচুর ধৈর্য থাকতে হবে।
- আয় করার মানসিকতা থাকতে হবে।
- আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার অথবা স্মার্টফোন থাকতে হবে।
- ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
মনে রাখবেন, খুব সহজে আয় করা বাস্তবে সম্ভব নয়। আয় করতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। শান্ত ভাবে কাজ করতে হবে।
ওয়াপমেট আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন?
অনলাইন ইনকাম, ব্যাবসা, খাদ্য ও পুষ্টি, শিক্ষা, চাকুরি, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সিম কার্ড অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন বা ডোনেশন, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, মর্গেজ, নোটারী, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স, সাকসেস স্টোরি, খেলাধুলা, লাইফস্টাইল, বিনোদন ইত্যাদি আরও অনেক বিষয়ে লিখতে পারবেন।
উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে লেখা প্রকাশ করা হবে না। আর প্রকাশ হলেও সেটার জন্য পে করা হবে না।
ওয়াপমেট থেকে তিন ভাবে আয় করা যায়ঃ
০১. আর্টিকেল রাইটিংঃ
প্রতি আর্টিকেল এর জন্য 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত সাথে সাথে বোনাস দেওয়া হবে। (তবে কোন প্রোমোশনাল লিংক, রেফার লিংক, ব্যাকলিংক, প্রোডাক্ট প্রোমোশন বা 350 ওয়ার্ড এর থেকে কম লেখার ক্ষেত্রে এই বোনাস প্রযোয্য নয়)
০২. পে পার ভিউঃ
আপনার লেখা আর্টিকেল প্রতি 1000 ইউনিক ভিউয়ে 300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত পাবেন। আপনার লেখা সকল আর্টিকেল মিলে যদি দিনে 1000 ভিউ হয় তাহলে আপনি পাবেন দেশে ভেদে 300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত।
নোটঃ এখানে শুধামাত্র ইউনিক ভিউ কাউন্ট হবে।একই ইউজার যদি একই পোষ্ট 24 ঘন্টায় একাধিক বার দেখে তাহলে সর্বোচ্য 01 বার কাউন্ট হবে।
আপনি যত ইচ্ছা আপনার লেখা পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন। এবং যত বেশি ভিউ হবে আপনার তত বেশি আয় হবে।
*** কোন ধরনের বট ট্রাফিক, পিটিসি ট্রাফিক, ভিপিএন ট্রাফিক, প্রক্সি ট্রাফিক, প্রোমোট ট্রাফিক ইত্যাদি ব্যবহার করে কেউ ট্রাফিক জেনারেট করলে অথবা আমাদের নীতিমালা ভঙ্গ করলে তাদের বিনা নোটিশে ব্যান করা হবে। এবং কোন পেমেন্ট করা হবে না।
০৩. রেফারঃ
আপনার রেফারেল লিংক থেকে যারা রেজিষ্ট্রেশন করেছে তারা যত আয় করবে আপনি তাদের আয়ের 20% পাবেন।
অর্থাৎ আপনার যদি 20 জন রেফারেল মেম্বার থাকে এবং সেই 20 জনে যদি 2000 টাকা আয় করে, তাহলে আপনার আয় হবে 2000 X 20% = 400 টাকা।
নোটঃ আপনি যত ইচ্ছা তত রেফার করতে পারবেন।
Blog.WapMet.com থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়?
নিচের দেয়া পেমেন্ট মেথডগুলোর মধ্যে যে কোনটির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
Withdrawal Method | Minimum Withdrawal Amount |
---|---|
![]() |
৳20.00 |
![]() |
৳55.00 |
![]() |
৳100.00 |
![]() |
৳200.00 |
![]() |
৳1,000.00 |
![]() |
৳1,000.00 |
পে আউট রেটঃ
প্রতি আর্টিকেল প্রকাশ 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত।
প্রতি 1000 ভিউ = দেশ ভেদে 300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত।
রেফারেল মেম্বার এর 20%
১: আয়ের নীতিমালা:
বাংলায় লিখে আয় করার সাইট হচ্ছে blog.wapmet.com, ২০২১ থেকে অভিজ্ঞ-অনভিজ্ঞ সহ সব লেখকদেরকে সুযোগ দিয়ে আসতেছে ওয়াপমেট ব্লগ, ভবিৎষতেও দিয়ে যাবে।
ওয়াপমেট ব্লগ একটি উন্মুক্ত ইন্টারন্যাশনাল ব্লগ, তাই পূথিবীর যেকেউ চাইলেই একজন লেখক হিসেবে যুক্ত হতে পারেন। ব্লগটির সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন। এখন আসা যাক – কিভাবে ওয়াপমেট ব্লগ থেকে ইনকাম করবেন? ওয়াপমেট ব্লগ থেকে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন।
বিস্তারিত নিচে দেওয়া হল-
১.১ প্রথমে ওয়াপমেট ব্লগ আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। ইংরেজী বা বাংলা ভাষায় পোষ্ট/আর্টিকেল লিখে আয় করতে পারবেন। প্রতি বাংলা পোষ্টের জন্য ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হবে (পোষ্টের মান অনুযায়ী)। আর প্রতি ইংরেজী পোষ্টের জন্য ৫০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে (SEO Friendly + Quality Content+ Human Writing)।
নিম্মোক্ত ক্যাটাগরিতে যদি বাংলা আর্টিকেল লেখেন তবে প্রতি আর্টিকেলের জন্য এই ক্যাটাগরি ভেদে পেমেন্ট করা হবে।
১.২ বাংলা পোষ্ট বা আর্টিকেল মিনিমাম ৪০০ শব্দের হতে হবে। ইংরেজি পোষ্ট বা আর্টিকেল মিনিমাম ১০০০ শব্দের হতে হবে।
১.৩ আপনার লেখা পোষ্টটি যদি বাংলাদেশি ১০০০ জন লোক ভিজিট করে বা পোষ্টটি পড়ে তাহলে আপনাকে ৩০০ থেকে ২০০০ টাকা দেয়া হবে। এক এক জন মিনিমাম ১০/১৫ সেকেন্ড ভিউ করতে হবে। তবে ভবিষ্যতে ১০০০ লোক ভিজিট করলে ৮০০/১৫০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এইভাবে যতবার ভিজিট করা হবে ততবার টাকা পাবেন। ২৪ ঘন্টায় একজন ব্যাক্তি সবোর্চ ১০ থেকে ৫০ টা আর্টিকেল ভিউ করা পর্যন্ত পেমেন্ট পাবে। তবে নিজে নিজে, নিজের পোষ্ট ভিজিট করলে ভিউ কাউন্ট হবে না। অন্য কারো পােষ্ট ভিজিট করতে হবে। তবে সোশ্যাল মিডিয়া (ফেসবুকম টুইটার ইত্যাদিতে) প্রচুর পরিমানে শেয়ার করে ভিউ বারাতে পারেন অথবা অর্গানিক গুগল থেকে ভিজিটর আনতে পারেন।
১.৪ রেফার করে আয়। রেফার কমিশন ২০% । একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে। এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের ২0% আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
নোটঃ রেফারকৃত মেম্বার এর একাউন্ট থেকে কোন টাকা কর্তন করা হবে না। এটি সরাসরি ওয়েবসাইট কর্তৃপক্ষ প্রোভাইড করে থাকে।
১.৫ যে লেখক ৫০০ এর বেশি সংখ্যাক পোস্ট লিখবে তাকে ১০০ ডলার বা ১০,০০০ টাকা বোনাস দেয়া হবে।
২: আর্টিকেল বা পোস্ট সংক্রান্ত নিয়মাবলী:
২.১ পূর্বে প্রকাশিত নিজের বা অন্যের ব্লগ থেকে কোন মানসম্মত পোস্ট/কন্টেন্ট হুবহু কপি করে পেস্ট করা যাবে না। কপি করলে সাথে সাথে অপসারন করা হবে । আপনার পোষ্টটি কপি বা আগে কেউ লিখেছে কি না? সেটা জানতে এখানে ক্লিক করে প্লাগিরিজম চেক করে নিন।
আর্টিকেল লেখার জন্য যে অনলাইন টুলসগুলো আপনার কাজে আসতে পারে:- এখানে ক্লিক করুন
২.২ ঘৃণাত্মক, সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক এবং ব্যক্তিগত দিক থেকে আক্রমণ করে এমন টাইপের পোস্ট সাবমিট করা যাবে না।
২.৩ সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ধরনের ছবি আপলোড করা যাবে না।
২.৪ পোষ্ট সর্বনিম্ন ৪০০ শব্দের উপরে হতে হবে অন্যথায় পোষ্ট Approve করা হবে না।
২.৫ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার কোন প্রকারে বিকৃত করে এমন টাইপের পোস্ট সাবমিট করা যাবে না। হয় বাংলায় লিখুন না হয় ইংরেজীতে কিংবা হিন্দিতে লিখুন। গুরুচন্ডালী অক্ষর ব্যাবহার করবেন না।
২.৬ অর্ধেক বা অল্প লিখে বাকিটুকু পড়তে নিজের ব্লগ বা অন্য সাইটের লিংক দেয়া যাবে না।
২.৭ কোন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল কী অথবা প্যাচ ফাইল এই সাইটে সরাসরি শেয়ার বা আপলোড করা যাবে না। এক্ষেত্রে অন্য কোন ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে লিংক শেয়ার করা যাবে। তবে শেয়ার করা লিংকে যদি কর্তৃপক্ষ আপত্তি করে তবে তা অপসারন করা হবে।
২.৮ হ্যাকিং, ক্র্যাকিং, স্প্যামিং, ধোঁকাবাজি ইত্যাদি অন্যের ক্ষতি হতে পারে এমন টাইপের পোস্ট সাবমিট করা যাবেনা।
২.৯ কপিরাইট আইন লংঘন হয় এমন কোন লেখা WapMet কর্তৃপক্ষ অনুমোদন করে না । যেকোন পোষ্ট যদি আগে অন্য কোথাও প্রকাশ হয়ে থাকে সেটি দ্বিতীয় বার এখানে সাবমিট করা যাবে না।
২.১০ বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে – এমন টাইপের পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
২.১১ দাড়ি, কমা, স্পেস, লাইন ব্রেক ঠিকমত ব্যবহার না হলে এবং বানান শুদ্ধ না হলে পোস্ট Approve করা হবে না।
২.১২ ভুয়া/অবিশ্বাসযোগ্য/নতুন ইনকাম সাইট/পেমেন্ট করে না এমন কোন ইনকাম করার সাইট সম্পর্কে পোস্ট লেখা যাবে না।
২.১৩ অপ্রয়োজনীয় পুরাতন কোন টপিক নিয়ে লিখা যাবে না যেই টপিকের বর্তমানে Value কম (যেমন: পুরনো খবর, পুরনো কোন টপিক নিয়ে টিউটোরিয়াল ইত্যাদি আর্টিকেল) ।
২.১৪ পোস্টের জন্য নির্দিষ্ট ক্যাটাগরি বা বিভাগ নির্বাচন করুন, ভূল কেটাগরি বা বিভাগে পোস্ট সাবমিট করা যাবে না।
২.১৫ ভুল তথ্য দিয়ে আর্টিকেল লিখলে সাথে সাথে অপসারণ করা হবে।
২.১৬ কোনো প্রকার ধর্মীয় বা রাজনৈত্তিক পোষ্ট বা লেখা গ্রহনযোগ্য নয়।
২.১৭ অন্য কোন ভাষা থেকে কোন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ট্রান্সলেট করে প্রকাশ করলে সেটা প্রকাশ করা হবে না। তবে অন্য ভাষার কোন লেখা অনুস্বরন করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারবে।
২.১৮ কোন লেখা রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না। অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না। লেখার সম্পূর্ণ স্ট্রাকচার, গ্রাফিক, এবং ফরমেট ইউনিক হতে হবে।
২.১৯ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যাবহার করা যাবে না।
২.২০ ৯৬ ঘন্টার ভিতর পোষ্ট বা আর্টিকেল এপ্রুভ করা হবে।
২.২১ আর্টিকেলে মিনিমান ৩ টা Heading ইউজ করতে হবে যেমন:- Heading 1. Heading 2, Heading 3
২.২২ আর্টিকেলের ভিতর অতিরিক্ত স্পেস বা ফাঁকা রাখা যাবে না।
নোট:- উপরোক্ত নিয়মের বাইরে পোষ্ট করলে আর্টিকেল এপৃুভ হবে না। আর যদিও এপ্রুভ হয় তবে তারজন্য কোনো পেমেন্ট পাবেন না তবে ওই আর্টিকেল যদি কেউ ভিজিট করে, তাহলে তারজন্য ভিউয়ের পেমেন্ট পাবেন।
৩: ব্লগ বা আর্টিকেলের ছবির নীতিমালা:
৩.১ আর্টিকেলে যে ছবিগুলো দিবেন সেগুলো সরাসরি Google বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যাবহার করা যাবে না। এডিট করে আপলোড করতে হবে।
প্রয়োজনে নিচের সাইট থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করে নিতে পারেন।
- Pexels
- Pixabay
- Free Images
- Unsplash
- Burst Shopify
৩.২ উপরোক্ত সাইট থেকে ছবি ডাউনলোড করে ছবি Edit করে আপলোড করবেন।
Edit করার নিয়মাবলী:-
- ছবিতে পোষ্ট রিলেটেড যে কোনো লেখা লিখবেন। শুধু ছবি আপলোড করবেন না।
- প্রত্যেকটা ছবির যে কোনো জায়গায় "wapmet.com" অথবা "www.wapmet.com" লিখে দিবেন।
- ডাউনলোডকৃত ছবির সাইজ চেঞ্জ করে দিবেন।
- ছবিতে বর্ডার এড করতে পারেন।
- ছবির ব্রাইটনেস কম বা বেশি করতে পারেন, প্রয়োজন অনুযায়ী।
- ছবির সাইজ অবশ্যই 500 KB এর ভিতর থাকতে হবে।
- ছবি সাইজ সর্বনিম্ন Width 600 x 315px হতে হবে।
৪: দায়বদ্ধতা:
৪.১ ওয়াপমেট ব্লগে লিখিত কোন পোষ্ট বা মন্তব্যের জন্য ওয়াপমেট.কম কর্তৃপক্ষ কোন দায়-ভার বহন করবে না। সকল প্রকার দায়-দায়িত্ব পোষ্ট বা মন্তব্য লেখকের।
বিশেষ দ্রষ্টব্য: কোন লেখক যদি উপরোক্ত নিয়মগুলো ভঙ্গ করে তাহলে তাকে ওয়াপমেট.কম সাইট থেকে বিনা নোটিশে ব্যান করা এবং প্রয়োজনে আইনের যথাযথ ব্যবস্থা নেয়া হতে পারে।
সর্বশেষ আপডেট: 10-10-2023